বরগুনায় ২৮ জেলে আটক, ২৫ মণ জাটকা জব্দ

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৬, ১২:৫৩

বরগুনায় চারটি ট্রলারসহ ছয় চোরাকারবারি ও ২৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এসময় ট্রলারে তল্লাশি চালিয়ে একটি ট্রলার থেকে একশ ৫০ ঘনফুট সুন্দরী কাঠ, অন্য তিনটি ট্রলার থেকে ২৫ মণ জাটকা জব্দ করা হয়।

আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে এবং সুন্দরী কাঠ চোরাকারবারিদের বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বুধবার ভোরে বঙ্গপোসাগরের লালদিয়ার চর এলাকা থেকে এদের আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, নিয়মিত টহলের সময় বঙ্গপোসাগরের লালদিয়ার চর এলাকায় নামবিহীন একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ১৫০ ঘনফুট সুন্দরী কাঠ জব্দ করা হয়। এসময় ট্রলারে থাকা ছয় কাঠ চোরাকারবারিকে আটক করা হয়। এরপর এমভি আবদুল্লাহসহ অপর নামবিহীন দু’টি ট্রলারে তল্লাশি চালিয়ে ২৫ মণ জাটকা জব্দ করা হয়। এসময় ট্রলার তিনটিতে থাকা ২৮ জন জেলেকে আটক করা হয়।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার সাব লে. হাসানুর রহমান জানান, আটক জেলে ও ট্রলার ভ্রাম্যমাণ আদালতে তোলার প্রস্তুতি চলছে এবং সুন্দরী কাঠসহ চোরাকারবারিদের বন বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। আর জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :