রাঙামাটিতে অপহরণের পর দুজনকে গলাকেটে হত্যা

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৫:০০ | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৬

রাঙামাটির বাঘাইছড়ি বঙ্গলতলী ইউনিয়নে হাগলাছড়া এলাকার ভুয়াছড়ি গ্রামে অপহরণের পর দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন, যুদ্ধচন্দ্র চাকমা (৩৫) এবং নয়ন জ্যোতি চাকমা (২৬)।

মঙ্গলবার রাতে তাদের অপহরণ করা হয়। পুলিশ বুধবার দুপুর দেড়টার দিকে নিহতদের লাশ উদ্ধার করেছে।

নিহত দুজনই জেএসএস বিদ্রোহী আঞ্চলিক দল জেএসএস এমএন লারমা সংগঠনের নেতা। তারা সাংগঠনিক সফরে ভুয়াছড়ি গ্রামে অবস্থান করছিলেন। এ খবর পেয়ে মঙ্গলবার রাতে অপহরণের পর তাদের গলাকেটে হত্যা করে পালিয়ে যায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

এ ঘটনার জন্য এমএন লারমা দলটির রাঙামাটির তথ্য প্রচার সম্পাদক জুপিটার চাকমা ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে ইউপিডিএফ অস্বীকার করেছে। ইউপিডিএফ রাঙামাটি ইউনিটের পরিচালক সচল চাকমা বলেন, এই ঘটনার সাথে ইউপিডিএফ জড়িত নয়। তাদের মধ্যে আভ্যন্তরীণ কোন্দলে এই হত্যাকাণ্ড ঘটেছে।

রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান দুজন নিহত এবং লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :