কাপ্তাই হ্রদে নৌকায় তুলে নারীকে ধর্ষণ

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৯
কাপ্তাই হ্রদ

রাঙামাটির কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকায় তুলে এক আদিবাসী নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে নৌকাচালক নজরুল ইসলামকে (৩২) আটক করছে পুলিশ। অপর অভিযুক্ত নিপু ত্রিপুরা (৩২) পলাতক রয়েছেন। অভিযুক্ত নজরুলের বাড়ি রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের পুরানপাড়া এবং নিপু ত্রিপুরার বাড়ি রিজার্ভ বাজারের আব্দুল আলী একাডেমির নিচের বস্তিপাড়ায়।

এই ঘটনায় ভুক্তভোগী নারী রাঙামাটি কোতয়ালী থানায় মঙ্গলবার রাতে দুজনকে আসামি করে একটি মামলা করেছেন। রাঙামাটি কোতয়ালী থানার এসআই লিমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী নারী বলেন, তিনি তার ছেলের চিকিৎসার জন্য গত সোমবার ১২ হাজার টাকা নিয়ে বরকলের উজ্জ্যাংছড়ি থেকে চট্টগ্রামে যাবার জন্য রিজার্ভ বাজারে পাহাড়িকা কাউন্টারে গিয়েছিলেন। সেখানে নিপু ত্রিপুরা নিজেকে স্থানীয় জেএসএস নেতা ও কবিরাজের পরিচয় দিয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করেন। এক পর্যায়ে তিনি তাকে বালুখালী জেএসএস অফিসে যেতে হবে বলে রিজার্ভ বাজারের লঞ্চঘাটে নিয়ে যান। সেখান থেকে একটি বোটে তুলে কাপ্তাই হ্রদের নির্জন এলাকায় ভাসমান বোটের উপর বোটচালক নজরুল ইসলাম ও নিপু ত্রিপুরা দুজনে মিলে পালাক্রমে তাকে ধর্ষণ করেন। ধর্ষণের পর তার ছবি তোলেন নিপু। এই বিষয়টি কাউকে না জানাতে এবং জানালে এসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেন। ধর্ষণের পর ১২ হাজার টাকাও নিপু ত্রিপুরা কেড়ে নেন বলে জানান ভুক্তভোগী নারী। পরে সন্ধ্যার দিকে তাকে রিজার্ভ বাজারে নামিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

কোতয়ালী থানার এসআই লিমন বলেন ভুক্তভোগী নারীটি পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে আছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার নজরুল পুলিশের হাজতে রয়েছেন। নিপু ত্রিপুরাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

সনদ জালিয়াতি: কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি

বুথ ভেঙে নিরাপত্তাকর্মীকে হত্যা, বেরিয়ে এল রহস্য

জাল সার্টিফিকেট: প্রয়োজনে কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার

প্রবাসীদের ফেসবুক-ইনস্টাগ্রাম হ্যাক করে ব্লাকমেইলিংয়ে অর্ধকোটি টাকা আত্মসাৎ, দুজন গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :