‘মেধাশূন্য করতেই বুদ্ধিজীবী হত্যা’

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৫:০০

‘বাংলাদেশকে মেধাশূন্য করার জন্যই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় লাভের দুই দিন আগে আজকের এই দিনে রাজাকারদের সহয়াতায় পাক হানাদারবাহিনী বরেণ্য বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল’ বলে মন্তব্য করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বর্তমান সরকারের সময় যুদ্ধাপরাধীদের বিচার হওয়ায় জাতি এখন অনেকটাই কলঙ্কমুক্ত। এখনো দেশের বিভিন্ন স্থানে যেসব যুদ্ধাপরাধী রয়েছে, তাদের দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন- উপজেলা আ.লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাইয়ুম তালুকদার, সাংবাদিক আলমগীর কবির প্রমুখ।

এসময় উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :