যৌতুকের দাবিতে নাটোরে গৃহবধূকে হত্যার অভিযোগ

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৮:১০

যৌতুকের দাবিতে নাটোরে হাসি খাতুন (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সকালে পুলিশ গিয়ে হাসির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর শ^শুর বাড়ির লোকজন পালিয়ে গেছেন। নিহত হাসি খাতুন সদর উপজেলার কালিকাপুর এলাকার রিকশা চালক জিয়ারুল ইসলামের মেয়ে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ১ লাখ টাকা যৌতুকের শর্তে প্রায় ১ বছর আগে নাটোর সদর উপজেলার রামনগর এলাকার ট্রলি চালক মিজানুর রহমানের সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী কালিকাপুর গ্রামের হাসি খাতুনের। বিয়ের সময় ৫০ হাজার টাকা যৌতুক দেয় হাসি খাতুনের পরিবার।

সম্প্রতি অবশিষ্ট ৫০ হাজার টাকার জন্য নিয়মিত নির্যাতন চালিয়ে আসছিল হাসির স্বামী মিজানুর রহমান। এক পর্যায়ে মঙ্গলবার রাতে হাসিকে হত্যা করে লাশ ঘরে ঝুলিয়ে রাখে শ্বশুর বাড়ির লোকজন। খবর পেয়ে বুধবার সকালে পুলিশ গিয়ে হাসির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এঘটনার পর থেকে হাসি খাতুনের শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :