পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৬

সারাদেশের মতো পাবনায়ও বিনম্র শ্রদ্ধার সাথে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি পালন উপলক্ষে বুধবার সকালে শহীদদের স্মৃতিস্তম্ভ ‘দুর্জয় পাবনা’য় পুস্পস্তবক অর্পন করেন পাবনা প্রেসক্লাবের সদস্যরা।

এসময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তারা।

সংক্ষিপ্ত বক্তব্য দেন- প্রেসক্লাবের সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন।

এদিকে দিবসটি পালনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় শহীদ বুদ্ধিজীবী স্মরণে আলোচনা সভা।

সভায় জেলা প্রশাসক রেখা রানী বালো, অতিরিক্ত জেলা প্রশাসক বেগম মাকসুদা সিদ্দিকী, সাংবাদিক আব্দুল মতীন খানসহ অনেকে বক্তব্য দেন।

এছাড়া দিবসটি পালনে পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন দুর্জয় পাবনায় পুস্পস্তবক অর্পনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :