রায়পুরায় ৫ মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণের দাবি

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৯:৫৪
অ- অ+

মুক্তিযুদ্ধের ৩নং সেক্টর কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মরহুম মুক্তিযোদ্ধা এ এন এম নুরুজ্জামান- বীর উত্তম, মরহুম মুক্তিযোদ্ধা ছাইদুর রহমান সরকার ছন্দু মিয়া, মরহুম মুক্তিযোদ্ধা বজলুর রহমান, মরহুম মুক্তিযোদ্ধা কাজী গোলামুর রহমান মতি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ চৌধুরী বাচ্চু চেয়ারম্যান এই পাঁচ জন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকের নামে রায়পুরা উপজেলার চরাঞ্চলের রাস্তাঘাটের নামকরণ করার দাবি জানিয়েছে এলাকাবাসী।

বুধবার সকালে পাড়াতলী বাজার এম.কে আই পাবলিক স্কুল মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে স্কুলের সভাপতি কাজী গোলাম সারুয়ার হিরার সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী এ দাবি জানান।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের প্রায় ৪৫ বছর পেরিয়ে গেলেও আজও চরাঞ্চলের ৫ জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকের নামে কোন স্মৃতিসৌধ বা রাস্তার নামকরণ করা হয়নি। ফলে মুক্তিযুদ্ধের এই ৫ জন বীর সন্তান নতুন প্রজন্মের কাছে অচেনা হয়ে যাচ্ছে। ঢাকা পড়ে যাচ্ছে স্বাধীনতাযুদ্ধে তাদের বীরত্ব ও ভূমিকার কথা।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা