তাহিরপুর সীমান্তে বিদেশি রিভলবার উদ্ধার

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৬

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা একটি পুরাতন বিদেশি রিভলবার উদ্ধার করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টেকেরঘাট কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দিনের নেতৃত্বে ও চাঁনপুর বিওপির বিজিবি সদস্যদের সহযোগিতায় গোপন সংবাদে অভিযান চালিয়ে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাঝেরটিলার মৃত নামজাং মারাকের ছেলে লুলেন মারাকের বাড়ির পূর্বপার্শ্বে পরিত্যাক্ত অবস্থায় ইউএসএ’র তৈরি একটি রিভলবার উদ্ধার করেন।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মাহবুব আলম বিদেশি রিভলবার উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেছেন, উদ্ধার রিভলবারটি তাহিরপুর থানায় জমা দেয়া হবে।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :