ফরিদগঞ্জে যুবক হত্যার অভিযোগ
চাঁদপুরের ফরিদগঞ্জে মাসুদ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর পাঠায়।
ফরিদগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
জানা গেছে, ওই বাড়ি বাহার উদ্দিনের ছেলে মাহমুদ দুই দিন আগে বাড়ি আসে। প্রেম করে বিয়ে করলেও স্ত্রীর সাথে সম্পর্ক ভাল ছিল না। বুধবার রাতে পারিবারিকভাবে মাহমুদ ও তার স্ত্রীর মধ্যে কলহ হয়। রাতে সে ঘুমিয়ে পড়ে।
বৃহস্পতিবার তাকে বাড়িতে পাওয়া যাচিছল না। পরে অনেক খোঁজাখুঁজি করে মাহমুদের লাশ পাশের বাগানে পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসীর ও মাহমুদের পরিবারের ধারণা মাহমুদকে হত্যা করে বাগানে ফেলে রাখা হযেছে।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুব মোল্লা জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর পাঠিয়েছে। প্রাথমিকভাবে ইউডি মামলা হয়েছে।
(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন