নরসিংদীতে বিজয় র্যালি
মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে নরসিংদীতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা প্রশাসন আয়োজিত এই র্যালির নেতৃত্ব দেন নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।
বাদ্যযন্ত্রের তালে তালে, রং-বেরংয়ের পোশাক পরে ও জাতীয় পতাকা হাতে নিয়ে শত শত মানুষ র্যালিতে অংশগ্রহণ করে।
এর আগে বিভিন্ন স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন স্তরের মানুষ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন