খাগড়াছড়িতে গণ উপদ্রপ আইনে যুবকের জেল

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৬, ২০:০০

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস

উপজাতিকে মারধরের অভিযোগে খাগড়াছড়ি জেলার পানছড়িতে গণ উপদ্রপ আইনে আঃ মালেক রাজা (৩৫) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসেন ছিদ্দিক এ সাজা দেন।
উপজেলার পাইলটফ্রাম এলাকার বাসিন্দা মো. বাহদুর মিয়ার ছেলে।
পানছড়ি থানা সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আশা এনজিওর কর্মী কিরণ জ্যোতি চাকমাকে মারধর করে। এই অভিযোগ পানছড়ি থানায় করা হলে পানছড়ি থানার এসআই সমর বড়–য়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সকাল ১১টার দিকে আঃ মালেককে বাস টার্মিনাল এলাকা থেকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করে ৩ মাসের জেল দেয়া হয়।
পানছড়ি থানার এসআই সমর বড়ুিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজা প্রাপ্তকে জেল হাজতে পাঠাসো হয়েছে।
 
(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)