হ্যাকের বিষয়ে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ওবামা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৩ | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৪:৪১

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানকালে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার অঙ্গিকার ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর বিবিসির।

মার্কিন রেডিও স্টেশন এনপিআরকে তিনি বলেন, ‘আমাদের পদক্ষেপ নেয়া উচিৎ এবং আমরা নেব।’

নির্বাচন চলাকালে ডেমোক্রেটিক পার্টি ও দলটির প্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল হ্যাকের পেছনে যুক্তরাষ্ট্র রাশিয়াকে দায়ী করে আসছে। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে।

নির্বাচিত মার্কিন ডোনাল্ড ট্রাম্পও এ দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি এ ধরনের দাবিকে ‘হাস্যকর’ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ক্রেমলিনের সঙ্গে জড়িত রাশিয়ান হ্যাকাররা এসব হ্যাকের সঙ্গে জড়িত তার বিপুল তথ্যপ্রমাণ তাদের কাছে আছে।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সাইবার হামলার সঙ্গে জড়িত।

কয়েক ঘন্টা পর ওবামা বলেন, ‘আমি মনে করি এতে কোনো সন্দেহ নেই, যখন কোনো বিদেশি সরকার আমাদের নির্বাচনের সততায় প্রভাব ফেলার চেষ্টা করে, আমাদের পদক্ষেপ নেয়া উচিৎ এবং আমরা তাই নেব। সেটা হবে আমাদের পছন্দসই সময় ও স্থানে। এর কিছু হয়তো প্রকাশ পাবে, আর কিছু হয়তো পাবে না।’

ওবামা আরও বলেন, ‘এ বিষয়ে আমার মনোভাব সম্পর্কে পুতিন ভালোভাবেই অবগত আছেন। কারণ আমি সরাসরি তার সম্পর্কে এ বিষয়ে কথা বলেছি।’

২০ জানুয়ারি ওবামা প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়ছেন। তাই কী পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিতে চায়, তা স্পষ্ট নয়।

নির্বাচনী প্রচারাভিযানের এক গুরুত্বপূর্ণ সময়ে হিলারির সহযোগী জন পডেস্টার কিছু ই-মেইল প্রকাশ পায়। ওই অধ্যায় ডেমোক্রেটিক পার্টির জন্য বেশ বিব্রতকর ছিল।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ জানায়, রাশিয়ার উদ্দেশ্য ছিল নির্বাচনের ফলাফল রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নেয়া। তবে এ বক্তব্যের পেছনে কোনো তথ্য-প্রমাণ প্রকাশ হয়নি।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :