ফরিদপুরে বিজয় আসে একদিন পর

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৮:০১

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের আনন্দে সারাদেশে উত্তাল। পথে পথে মুক্তিযোদ্ধাদের স্বাগত জানাচ্ছে মানুষ। ঘরে ঘরে উড়ছে স্বাধীন বাংলাদেশের পতাকা। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সগর্ব ঘোষণা হচ্ছে চারদিকে।

১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশের বিজয় অর্জিত হয়। কিন্তু সেদিন বিজয়ের এই আনন্দে শামিল হতে পারেনি ফরিদপুরের মানুষ। ফরিদপুরকে বিজয়-উল্লাস আর স্বাধীন দেশের পতাকা উড়াতে অপেক্ষা করতে হয়েছে আরো একটি দিন।

মুক্তিযুদ্ধের সময়ে সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল জানান, ১৭ ডিসেম্বর সকালে মুক্তিবাহিনী ফরিদপুরে অবস্থানরত পাকিস্তানি সেনাবাহিনীর যশোর ক্যান্টনমেন্টের রিজিওনাল হেড কোয়াটারের প্রধান ব্রিগ্রেডিয়ার মঞ্জুর জাহানজের আরবার কাছে আত্মসমর্পণের জন্য বার্তা পাঠায়। কিন্তু তিনি ভারতীয় বাহিনীর নিকট আত্মসমর্পণ করবেন বলে জানান।

বেলা ১০টার দিকে চার্লি সেক্টরের অধীনে ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর অঞ্চলের মিত্র বাহিনীর অধিনায়ক ব্রিগেডিয়ার ব্রজেন্দ্রনাথ ফরিদপুরে আসেন। শহরের কমলাপুরস্থ জমিদারবাড়ি হিসেবে খ্যাত ‘ময়েজ মঞ্জিল’ লনে পাকিস্তানি বাহিনীর কর্মকর্তারা বেলা ১১টার দিকে সমবেত হয়।

এ সময় পাকিস্তানি ব্রিগেডিয়ার পিস্তলের ম্যাগাজিন খুলে ভারতীয় ব্রিগেডিয়ারের হাতে তুলে দিয়ে আত্মসমর্পন করেন। সে সময় মিত্রবাহীর কর্মকর্তাদের সাথে আমাদের মুক্তিযোদ্ধারা ও সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) ফরিদপুর জেলা কমান্ডার শাহ মো. আবু জাফর বলেন, বেলা ১১টার দিকে ময়েজ মঞ্জিলে পাকিস্তানি ব্রিগেডিয়ার আত্মসমর্পন করলেও বিকাল ৪টার দিকে পাকিস্তানি বাহিনীর সৈনিকরা ফরিদপুর পুলিশ লাইস-এ আত্মসমর্পন করেন। এতে যোগ দেয় ফরিদপুর সার্কিড হাউসে অবস্থানকারী পাকিস্তানি সেনাবাহিনীরা। পরে বিকালে সার্কিট হাউসে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :