সিরাজদিখানে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণদি গ্রামের রামকৃষ্ণদি উচ্চ বিদ্যালয়ের ছাত্র আলী শেখকে (১৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর আড়াইটার দিকে স্কুলছাত্রের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
আলী শেখ রামকৃষ্ণদি গ্রামের সৌদি প্রবাসী বাদল শেখের ছেলে।
নিহতের মামা জাকির হোসেন ঢাকাটাইমসকে জানান, এলাকার লোকজনের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ভাগিনার মৃতদেহ পড়ে আছে। তার গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকাটাইমস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন