গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৬

অনলাইন ডেস্ক
| আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৪:২৯ | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৬, ০৮:২৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের ইটাহাটা এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। শনিবার সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন, শেরপুরের বরুঙ্গা গ্রামের আলী আহমদের ছেলে মো. উকিল, লেগুনা যাত্রী বাবুল ও প্রাণনাথ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে চান্দনা চৌরাস্তা থেকে মুমু পরিবহনের একটি বাস টাঙ্গাইল যাচ্ছিল। মহাসড়কের ইটাহাটা এলাকায় আসার পর চন্দ্রা থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই একটি লেগুনার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই যানটির তিন যাত্রী নিহত হয়। আহত হয় আরও ১০জন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। বাকি আহতদের মধ্যে নূর মোহাম্মদ, বাবুল, হাবিবুল্লাহ, নজরুল ইসলাম, আশিকুল ইসলাম ও নাজমুল ইসলামকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত রাজিব স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইমরান হোসেন জানান, নিহতদের মধ্যে একজন নারীও আছেন। দুর্ঘটনার পর রেকার দিয়ে লেগুনাটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। এবং বাসটি পাশের টার্মিনালে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেনীতে অনাবাদি জমিতে শতকোটি টাকার তরমুজ চাষ

মাগুরায় চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

এই বিভাগের সব খবর

শিরোনাম :