প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৬ পদে চাকরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৭

১৬টি পদে ১৬৫ জনকে নিয়োগ দেয়া হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী পরিচালক পদে ১৫ জন, টেলিফোন ইঞ্জিনিয়ার পদে একজন, ফিল্ড অফিসার পদে ১৫ জন, রেডিও টেকনিশিয়ান পদে একজন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ছয়জন, কম্পিউটার অপারেটর পদে একজন, জুনিয়র ফিল্ড অফিসার পদে ২০ জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে সাতজন, ওয়্যারলেস অপারেটর পদে ১২ জন, অফিস অ্যাসিস্ট্যান্ট পদে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পাঁচজন, মোটর মেকানিক পদে একজন, গাড়িচালক পদে পাঁচজন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে একজন, ওয়াচার কনস্টেবল পদে ৬০ জন এবং অফিস সহায়ক পদে ১৪ জনকে নিয়োগ দেয়া হবে।

যোগ্যতা

পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষগত যোগ্যতা থাকতে হবে। কয়েকটি পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে। সহকারী পরিচালক, টেলিফোন ইঞ্জিনিয়ার, ফিল্ড অফিসার ও গাড়িচালক পদে দেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। অন্যান্য পদগুলোতে আবেদনের সুযোগ পাবেন বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলাগুলোর প্রার্থীরা।

বেতন

নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে সরকারি বেতন ক্রম-২০১৫ অনুযায়ী আট হাজার ২৫০ টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত।

বয়স

প্রার্থীর বয়স ২০১৬ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটাধারী ও প্রতিবন্ধীদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইট ‘nsi.teletalk.com.bd’-এর মাধ্যমে অনলাইনে নিবন্ধন করে আবেদন করতে পারবেন। পরবর্তী সময়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী টেলিটক প্রি-পেইড সংযোগের মাধ্যমে ফি জমা দিতে হবে। এ ছাড়া আগামী ২৩ ডিসেম্বর, ২০১৬ থেকে ৩০ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

চাকরির খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :