জাবির ৩৯তম ব্যাচের রাজা জুবায়ের, রানী জয়া

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ২৩:১০ | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৬, ২২:৩৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের (৩৯তম ব্যাচ) শিক্ষার্থীদের র‌্যাগ উৎসবে (শিক্ষা সমাপনী উৎসব) রাজা-রানী নির্বাচিত করা হয়েছে। শহীদ সালাম-বরকত হলের জুবায়ের রহমান রাজা এবং বেগম খালেদা জিয়া হলের জয়া চাকমা রানী নির্বাচিত হয়েছেন।

শনিবার রাত সাড়ে আটটায় র‌্যাগ উৎসবের প্রধান নির্বাচন কমিশনার মো. শাওন জোয়ার্দ্দার এ ফলাফল ঘোষণা করেন।

জাকসু ভবনে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক হাজার ছয়শ’ ভোটারের মধ্যে ৭৬৮জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে জুবায়ের রহমান পেয়েছে ৪৫৭ ভোট এবং তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মীর মোশাররফ হোসেন হলের নাহিদ-ই-রাকীব জয় পেয়েছে ৩০৮ ভোট।

এছাড়া রানী নির্বাচনে জয়া চাকমা পেয়েছে ৪৮৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নওয়াব ফয়জুন্নেসা হলের লাইলা ফেরদৌস অন্তি পেয়েছে ২৭৬ ভোট। ৭৬৮ ভোটের মধ্যে ৮টি ভোট বাতিল হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। এদিকে বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

নির্বাচন কমিশনার মো. শাওন জোয়ার্দ্দার বলেন, সবার সহযোগিতায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠন ও কর্মরত সাংবাদিকদের সহযোগিতায় একটি ভালো নির্বাচন উপহার দিতে পেরেছি। বিশেষ করে ৩৯তম বাচের বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। যাদের সহযোগিতা ছাড়া এমন নির্বাচন করা সম্ভব ছিল না।

এবারের র‌্যাগ উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে আছেন নাজনীন মাহমুদ চৌধুরী, উপ-আহ্বায়ক সাদিকুল ইসলাম নাহিদ, কোষাধ্যক্ষ মো. ওয়ালিউল্লাহ ওলি, উপ কোষাধ্যক্ষ ফারিয়া রহমান এন্থি।

আগামী ৭ ও ৮ জানুয়ারি এই শিক্ষা সমাপনী উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে রাজা-রানিই নেতৃত্ব দেবে, যাদের হাত ধরে জাঁকজমকপূর্ণ হবে সব অনুষ্ঠান।

৭ জানুয়ারি সকালে র‌্যালি, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট, ৮ জানুয়ারি ক্যাম্পাসজুড়ে আড্ডা ও রাতে আরেকটি কনসার্ট। ব্যাচের অংশগ্রহণে ৯ জানুয়ারি থাকবে গ্র্যান্ড ডিনার।

(ঢাকাটাইমস/১৭ ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

প্রচণ্ড দাবদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :