শ্লীলতাহানির চেষ্টা, স্কুলছাত্রীর কানের লতি বিচ্ছিন্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৫:২৫

ঠাকুরগাঁওয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে নির্যাতন ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার অলঙ্কার খুলে নেয়ার চেষ্টাকালে কানের লতি বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার রাতে সদর উপজেলার পাহাড়ভাঙ্গা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। রাতেই ওই স্কুলছাত্রীকে আহত অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগে জানা যায়, শুক্রবার রাতে পাহাড়ভাঙ্গা গ্রামের আক্তারুলের মেয়ে স্কুলছাত্রী বাড়ির পাশে বের হয়। বসতবাড়ির মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার জেরে প্রতিপক্ষ রফিকুলের ছেলে শফিকুল ও আজিজুল তাকে মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে যায় এবং অসৎ উদ্দেশ্যে টানা হেচড়া করে। এতে ওই মেয়ের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার চেষ্টায় কানের লতি ছিঁড়ে যায়। ওই সময় তারা শ্লীলতাহানির চেষ্টাও করে বলে অভিযোগ ওই ছাত্রীর। এ সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সারোয়ার হোসেন জানান, মেয়েটির কানের লতি ছিঁড়ে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ১০ অক্টোবর ওই গ্রামের ফয়জুল ও তোফাজ্জল বসতবাড়ির মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেন। এতে ওই গ্রামের আশপাশের বেশ কিছু পরিবারের চলাচল বন্ধ হয়ে যায়। এ নিয়ে জাকির হোসেনের সঙ্গে তোফাজ্জল-ফয়জুলের বিরোধ প্রকাশ্যে রূপ নেয়। প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত হন জাকির হোসেন। থানায় মামলা পাল্টা মামলাও হয়। জাকির হোসেনের মামলায় আক্তারুল সাক্ষী হওয়ায় শুক্রবার রাতে তার মেয়ের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ তার পরিবারের।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :