ফরিদপুরে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৮:৩২

‘দুর্ঘটনা, দুর্যোগে সবার আগে সবার পাশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা, আলোচনা সভা প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

রবিবার বেলা ১০টার দিকে শহরের নিলটুলীস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গ্যারেজে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- কমিউনিটি ভলেনটিয়ার ডা. আল মামুন, কে এম পারভেজ, শারমিন নাহার, পলি খানম, কে এম সাদ প্রমুখ।

বক্তারা বলেন, আগুনের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। একটু অসাবধানতার কারণে আগুনে পুড়ে যেতে পারে লাখ লাখ টাকার সম্পদ। ঘটতে পারে প্রাণহানি। তাই আগুন এড়াতে প্রাথমিক অগ্নিনির্বাপন ব্যবস্থা হাতের কাছে রাখার পাশাপাশি সতর্কতার কোন বিকল্প নেই।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে দুপুর ১২টার দিকে শহরে যান্ত্রিক শোভাযাত্রা বের করা হয়। এতে পানিবাহিত দুটি গাড়ি, অ্যাম্বুলেন্সসহ মোট আটটি গাড়ি অংশ নেয়।

এছাড়া গ্যারেজ সংলগ্ন ভলিবল মাঠে অগ্নিনির্বাপনের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির প্রদর্শনী হয়।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :