পিরোজপুরে দুই দিনব্যাপী তথ্য মেলা শুরু

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৯:১৪
ফাইল ছবি

‘তথ্যই শক্তি: জানব জানাব, দুর্নীতি রুখব’ এই স্লোগান নিয়ে পিরোজপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্য মেলা। তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন তথা এ ব্যাপারে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি, তথ্য অধিকারকে সু-প্রতিষ্ঠিত করা, গোপনীয় সংস্কৃতি পরিহার এবং তরুণ সমাজকে দুর্নীতিবিরোধী চেতনায় উজ্জীবিত করার প্রত্যয় নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুর এ তথ্য মেলার আয়োজন করেছে।

রবিবার শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে বিকাল ৩টায় শুরু হওয়া এ তথ্যমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ।

সনাক জেলা সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডা. মুহাম্মদ ফখরুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল লতিফ মজুমদার, টিআইবি বরিশাল ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার মো. ফিরোজ উদ্দীন, সনাক সহ-সভাপতি অ্যাড. শহীদুল্লাহ খান, সনাক সহ-সভাপতি খায়রুন নাহার রুবী বক্তব্য রাখেন।

মেলা উপলক্ষে অনুষ্ঠান পূর্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউনক্লাব মাঠে শেষ হয়। মেলায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা তথ্য অফিস, উপজেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, জেলা স্বাস্থ্য বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, পিরোজপুর পৌরসভা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা সঞ্চয় অফিস, পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা পিরোজপুর সদর, মুসলিম এইড কমিউনিটি হাসপাতাল, উদ্দীপন, মেরী স্টোপস ক্লিনিক, ডাক দিয়ে যাই, মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন, লাইট হাউজ, পিরোজপুর গণউন্নয়ন সমিতি এবং সনাক ও টিআইবিসহ মোট ২৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :