ঢাবিতে ভর্তি হতে এক মেধাবীকে সেনাবাহিনীর সহযোগিতা

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৬, ২০:০২

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস

মেধাবী হাসানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ১৫ হাজার টাকা অনুদান দিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল হাসান মাহমুদ পিএসসি। রবিবার বেলা ১১টায় সদর জোনে তাকে এই অর্থ নগদ প্রদান করা হয়।

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার হাসিনসন পুর গ্রামের মো. আয়ুব আলীর ছেলে মো. হাসান আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে অনার্সে ভর্তি তালিকায় স্থান করে নেয়। অসচ্ছল মেধাবী ছাত্র হাসান যখন বাংলাদেশের স্বনামধন্য বিদ্যাপীঠে অর্থ সংকটে ভর্তি হতে পারছেন না, ঠিক তখনই পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোন।

মেধাবী ছাত্র হাসান জানান, তারা দুই ভাই। তার বাবা একজন খেঁটে খাওয়া কৃষক। অভাব-অনটনের মাঝেও সে দীঘিনালার হাসিনসনপুর উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও খাগড়াছড়ি সরকারি কলেজ হতে এইচএসসি পাস করেছি। আমি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে ভর্তি পরীক্ষা দিয়ে মেধা তালিকায় স্থান পেয়েছি। তাই ভবিষ্যতে ভাল ফলাফল করতে সকলের কাছে দোয়া চাই।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)