দীপ্ত নব্য রাজাকারের চ্যানেল: এফটিপিও

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৮ | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৬, ১২:৩৯

দীপ্ত চ্যানেলকে নব্য রাজাকারের চ্যানেল বলে ঘোষণা দিয়েছেন টেলিভিশন শিল্পীদের সংগঠন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনাল অর্গানাইজেশনের (এফটিপিও) আহ্বায়ক নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ।

তিনি আজ দীপ্ত টেলিভিশনের কার্যালয়ের সামনে বিদেশি সিরিয়াল প্রচার বন্ধে অবস্থান কর্মসূচীতে এসব কথা বলেন।

সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে দীপ্ত টিভির কার্যালয়ের সামনে জড়ো হয়ে অবস্থান নেয় এফটিপিও-এর নেতা কর্মীরা।

মামুনুর রশীদ বলেন, ‘যারা ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবসে কোনো বাংলাদেশি অনুষ্ঠান না প্রচার করে সন্ধ্যা সাতটা থেকে ১০ টা পর্যন্ত বিদেশি সিরিয়াল সুলতান সুলেমান প্রচার করতে পারে তারা রাজাকার নয়তো কি? আপনারাই বলুন।’

তিনি বলেন, ‘বাঙালি সংস্কৃতি ও দেশের সামাজিক অবক্ষয় হয় এমন অনুষ্ঠান কোন চ্যানেলে প্রচার করা যাবে না। শুধু দীপ্ত চ্যানেল নয় অন্যান্য যেসব চ্যানেল এসব প্রচার করছেন তাদেরকেও হুঁশিয়ার করছি। অচিরেই এসব সিরিয়াল বন্ধ করুন।’

সংগঠনটির সদস্য আহসান নাসিম বলেন, ‘এখানে শুধু আমাদের পেশাদারিত্বের অবক্ষয়ের জন্য একত্রিত হইনি, সকলের স্বার্থ রয়েছে এখানে। এ দীপ্ত চ্যানেল বিজয় দিবসে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে পাশ কাটিয়ে বিদেশি সিরিয়াল দেখায় এর বিচার হওয়া উচিত। কর্তৃপক্ষকে বলছি আমাদের দাবি মেনে নিয়ে সুলতান সুলেমান বন্ধ করুন’

এফটিপিও-এর সাধারণ সম্পাদক এস এ হক অলিক বলেন, ‘মুক্তিযুদ্ধে যারা রাজাকার দেখিনি আজ এ যুগে এসে নব্য রাজাকার দেখছি । এর মালিকদের ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখা উচিত। তারা আসলে কাদের হয়ে কাজ করছে।’

দীপ্ত টিভির সামনে প্রতিবাদ কর্মসূচিতে টেলিভিশনের কলাকুশলীর হাতে ‘সমাজ ও কৃষ্টিকে অবমাননা করে এমন সিরিয়াল বন্ধ করতে হবে’, ‘বিজ্ঞাপনের অত্যাচার থেকে দর্শকদের রক্ষা করতে করো’ ‘নারীকে হেয় করে তৈরি করা সিরিয়াল প্রচার বন্ধ করো’ এমন প্লাকার্ড হাতে নিয়ে দাড়িয়ে বিক্ষোভ করতে দেখা গেছে।

এছাড়াও এফটিপিও’র নেতারা এসময় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলায় ডাবকৃত তুর্কি সিরিয়াল ‘সুলতান সুলেমান’ বন্ধের দাবি জানায়। তা না হলে ৪৮ ঘণ্টা পর কেবল অপারেটর দিয়ে দীপ্তর সম্প্রচার বন্ধের হুমকি দেয়া হয়।

সৈয়দ হাসান ইমাম বলেন, ‘এক দেশে দুই ধরনের নীতি চলতে পারে না। ভারতীয় চ্যানেল আমাদের দেশে চালাতে মাত্র দেড় লাখ টাকা দেয়া হয়। অন্যদিকে ভারতে আমাদের চ্যানেল প্রচারে ছয় কোটি রুপি দিতে হয়। এই বিষয়টিতে সরকারের নজর দিতে হবে। এছাড়াও আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের সাথে একত্মা প্রকাশ করা উচিত ছিলো দীপ্ত টিভির কর্তৃপক্ষর কিন্তু তারা কোন সাড়াই দিলো না বরং নিরাপত্তা বাড়িয়ে রেখেছেন। আমরা ভাঙচুর করতে আসিনি। শুধু জানতে এসেছি। ভবিষ্যতে যখন আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। তখন নিরাপত্তা বাড়াবেন’।

এসময় উপস্থিত ছিলেন নাট্যকার এফটিপিও- এর সদস্য সচিব গাজি রাকায়েত, মাসুম রেজা, মাহফুজ আহমেদ, নাদের চৌধুরী, অভিনেত্রী জাকিয়া বারী মম, নওশীন, স্বাগতা, বন্যা মির্জা, নাট্যকার চয়নিকা চৌধুরী, অভিনেতা আমিরুল হক চৌধুরীসহ টেলিভিশনের অনেক অভিনেতা-অভিনেত্রীরা।

প্রতিবাদ সভায় জানানো হয়, আগামীকাল ২০ ডিসেম্বর সকাল ১১টায় একুশে টিভির সামনে অবস্থান নেবেন এফটিপিও- এর সদস্যরা।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এসজেআর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :