ফরিদপুরে 'জসীম পল্লীমেলা' শুরু ১০ জানুয়ারি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৫

পল্লীকবি জসীমউদদীনের ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১০ জানুয়ারি অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কবির পৈত্রিক বাড়িসংলগ্ন জসীম উদ্যানে শুরু হচ্ছে মাসব্যাপী জসীম পল্লী মেলা।

ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মনদীপ ঘড়াই জানান, ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলায় গ্রামীণ ঐত্যিহের বিভিন্ন পণ্যের স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সার্কাস প্রদর্শনীর আয়োজন করেছে। তিনি বলেন, কবির জন্ম দিবসকে আরও বেশি স্মরণীয় করে রাখতেই জেলা প্রশাসনের এই আয়োজন।

১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুরে কৈজুরী ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের নানারবাড়ীতে পল্লীকবি জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালের ১৪ মার্চ তিনি ঢাকায় ইন্তেকাল করেন। পরে ফরিদপুরের গোবিন্দপুর গ্রামের পৈত্রিক বাড়ির আঙিনায় 'কবর' কবিতায় উল্লেখিত বিখ্যাত সেই ডালিম গাছের নিচে দাফন করা হয় গ্রামবাংলার এই কবিকে।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :