ফরিদপুরে নারীদের সাইকেল র‌্যালি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ১২:১০ | প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০১৬, ১১:১৭

‘রঙিন পৃথিবীর, রঙিন আলোয়, সকল নারী থাকুক ভাল’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ফরিদপুরে অনুষ্ঠিত হলো নারীদের সাইকেল র‌্যালি। বুধবার সকাল ১০টায় র‌্যালি উদ্ভোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক এরাদুল হক, এফডিএ‘র আজাহুরুল ইসলাম প্রমুখ।

নারী নির্যাতন নির্মূলকরণে প্রচারাভিযান ২০১৬ উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের আয়োজনে দেড় শতাধিক কিশোরী সাইকেল র‌্যালিতে অংশ নেয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শহরের প্রধান সড়ক মুজিব সড়ক দিয়ে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

র‌্যালির উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, নারী অধিকার প্রতিষ্ঠা করতে হলে, প্রতিটি নারীকে প্রতিষ্ঠিত হতে হবে। পুরুষতান্ত্রিক সমাজে অন্যের দিকে তাকিয়ে থাকলে নিজের অধিকার লাভ করা সম্ভব হবে না। এই জন্য সকল নারীকেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :