চুরির পর বিবেকের তাড়না

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১২:০০ | প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০১৬, ১১:৩৪

ঠাকুরগাঁওয়ের রুহিয়া খানা এলাকায় বুধবার ভোরে দুই লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোর। পরে বিবেকের তাড়নায় একইদিন সন্ধ্যায় জানালা দিয়ে ফেলে যায় সব মালামাল।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার, ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু গ্রাম্য মেম্বার, রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরির্দশন করেন।

এদিকে গৃহকর্তার মনে সন্দেহের সৃষ্টি হলে তিনি সন্দেহভাজন চোরের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করেন এবং তার নিকটজনদের ডেকে সন্ধ্যার মধ্যে মালামাল ফেরত দেয়ার জন্য চাপ দেন। অন্যথায় তাকে পুলিশে দেয়ার হুমকি দেয়। বুধবার সন্ধ্যা ৭টায় সন্দেহভাজন ওই চোর গৃহকর্তা আব্দুল জলিলের পূর্বপাশের পাকা ঘরের দক্ষিণ পাশের জানালা দিয়ে লুন্ঠিত স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ১২ হাজার ফেরত দিয়ে যায়। রাতে গৃহস্থালি কাজ করতে গিয়ে জলিলের স্ত্রী জোসনা বেগম একটি পলিথিনের ব্যাগে মোড়ানো টাকা ও স্বর্নলংকার পেয়ে স্থানীয় থানা ও চেয়ারম্যান মেম্বারদের জানান।

ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু চোরাই মালামাল ফেরত পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

এতে স্থানীয় রসিকজন ওই চোরকে ‘বিবেকবান চোর’ বলে আখ্যা দিয়েছেন।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :