শীতকালে হাত-পা ফাটে কেন

আবদুল গাফফার রনি, প্রদায়ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০১৬, ১১:৫২

শীতকালের বায়ুমণ্ডল বড্ড শুষ্ক। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থার চেয়ে অনেক কম। অর্থাৎ বাতাসের আর্দ্রতা অনেক কম থাকে। বাতাসের আর্দ্রতা নির্ভর করে বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার ওপর। বাতাস কতটুকু ভেজা বা শুষ্ক তা বোঝা যায় আর্দ্রতার পরিমাপ দিয়ে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে আর্দ্রতাও বেশি হয়, কম হলে আর্দ্রতাও কম হয়। বাতাসে জলীয় বাষ্প ধারণ করার একটা নির্দিষ্ট সীমা। একে বাতাসের সম্পৃক্ত অবস্থা বলে। বাতাস সম্পৃক্ত অবস্থায় পৌঁছে গেলে আর জলীয় বাষ্প শোষণ করতে পারে না।

বাতাসের আর্দ্রতা সম্পৃক্ত অবস্থার খুব কাছাকাছি হলে অন্য বস্তু থেকে জলীয় বাষ্প শুষে নেওয়ার ক্ষমতা কমে যায়। অর্থাৎ বাতাস বেশি ভেজা হলে তার জলীয় বাষ্প শোষণ করার ক্ষমতা কম হয়।

অন্যদিকে বাতাসের আর্দ্রতা যত কম হয় তার জলীয় বাষ্প শোষণ করার ক্ষমতা তত বেশি হয়।

শীতকালে বাতাসের আর্দ্রতা গরমকালের তুলনায় অনেক কম। এ কারণে শীতের বাতাস বেশি শুষ্ক।তাই শীতের বাতাসের জলীয় বাষ্প শোষণ করার ক্ষমতাও অনেক বেশি। শীতের বাতাস তাই যেখান থেকে সুযোগ পায় জল বা জলীয় বাষ্প শুষে নেয়। শীতকালে বাতাস মানুষের শরীর থেকেও জলীয় বাষ্পাকারে জল শুষে নিতে পারে। শীতকালে মুলত পোষাক দিয়ে মোড়ানে থাকে মানুষের শরীর। কিন্তু হাত-পা, ঠোঁট ইত্যাদি খোলা থাকে। জলীয় বাষ্প শোষণ করার জন্য বায়মণ্ডল মানুষের শরীরের ওই অঙ্গগুলোই বেছে নেয়। ফলে শরীরে ওইসব স্থানের ত্বকে শুষ্ক হয়ে ওঠে। পর্যাপ্ত পরিমান পানির অভাবে ত্বক ফেটে যেতে শুরু করে। এজন্য শীতকালে জেলি বা লোশন ব্যবহার শরীরের উন্মুক্ত স্থানগুলোতে।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

যে পাঁচ সমস্যায় আক্রান্তরা গুড় খাওয়ার আগে একবার ভাবুন, নইলে...

সাজেদুর রহমান শাফায়েতের স্বপ্ন পৃথিবী ঘুরে দেখা

খাওয়ার পরপরই চা পান উপকার না ক্ষতি? কী বলছেন বিশেষজ্ঞরা

জ্বরের মধ্যে যে পাঁচ খাবার খেলেই বিপদ! জানুন, সাবধান হোন

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে ডায়াবেটিস রোগীদের! সুস্থ থাকবেন যেভাবে

মুখে দুর্গন্ধের কারণে হা করতেও অস্বস্তি লাগে? সমাধান কী জানুন

লিভার ভালো রাখে লাউ! ওজন এবং উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

কিডনি ভালো রাখে আমের পাতা! উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

ইফতার ও সাহরিতে বাহারি আয়োজন ধানমন্ডির দ্য ফরেস্ট লাউঞ্জে

বারবার ফোটানো চা খেলেই মারাত্মক বিপদ! বাঁচতে হলে জানুন

এই বিভাগের সব খবর

শিরোনাম :