ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্প উদ্বোধন

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০১৬, ১৭:৪১

আহাদ হোমিও হলের পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কোর্ট শোলাকিয়া এলাকার হাজরাটি গ্রামে বিনামূল্যে হোমিও ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্প উদ্বোধন এবং বাল্যবিয়ে প্রতিরোধে গণসচেতনতামূলক বিষয়ক উঠান বৈঠক হয়েছে।

আহাদ হোমিও হলের সত্ত্বাধিকারী ডা. মো. সালাহউদ্দীন এ ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্প এবং উঠান বৈঠকের আয়োজন করেন। ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পে প্রায় চারশ রোগীকে ব্যবস্থাপত্র এবং ফ্রি ঔষধ দেয়া হয়।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল এই ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। এছাড়া, বাল্যবিয়ে প্রতিরোধমূলক উঠান বৈঠকে তিনি প্রধান অতিথি উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন মহিনন্দ ইউপি চেয়ারম্যান মনসুর আলী, সংশ্লিষ্ট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :