সূক্ষ্ম কারচুপির আশঙ্কা করছেন সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ০৯:৪০ | প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০১৬, ২২:৪৩

বিপুল ভোটের ব্যবধানে হেরে যাওয়াটা মেনে নিতে পারছেন না বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান। তিনি এর পেছনে সূক্ষ্ম কারচুপি থাকতে পারে বলে আশঙ্কা করছেন। তবে এ ব্যাপারে স্পষ্ট কোনো প্রমাণ তিনি দিতে পারেননি।

বৃহস্পতিবার রাতে চূড়ান্ত ফলাফলে বেসরকারিভাবে সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে যাওয়ার পর সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাখাওয়াত এই আশঙ্কার কথা জানান।

সাখাওয়াত বলেন, ‘আমরা এখনও পুরো ফলাফল হাতে পাইনি। মাত্র ৩০টি কেন্দ্রের ফলাফল লিখিত আকারে হাতে পেয়েছি। বাকিগুলো পেলে পর্যালোচনা করে বলতে পারবো এর পেছনে কী হয়েছে।’

বিএনপি প্রার্থী অভিযোগ করেন, শুরু থেকেই নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং তৈরি করেনি। দুই দল সমান সুবিধা পায়নি। তিনি অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ তার।

সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের ওপর আস্থা রেখেছিলাম। কিন্তু তারা আমাদের আস্থার জায়গাটি নড়বড়ে করে দিয়েছে। এই নির্বাচনের পর বিএনপি আর এই কমিশনের ওপর আস্থা রাখতে পারে না।’

সাখাওয়াত হোসেন কারচুপির উদাহরণ দিয়ে বলেন, একটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা এক হাজার। অথচ ঘোষিত ফলাফলে দেখানো হয়েছে আওয়ামী লীগ পেয়েছে আটশ আর বিএনপি পেয়েছে পাঁচশ। তাহলে বাকি তিনশ ভোট কোথায় থেকে এলো-প্রশ্ন সাখাওয়াতের।

বৃহস্পতিবার সন্ধ্যার পর যখন ফলাফল আসতে থাকে তখনই আঁচ করা যাচ্ছিল আইভী পুনরায় মেয়র হতে যাচ্ছেন। সাখাওয়াতসহ দলীয় নেতাকর্মীরা নিজ নিজ বাসায় চলে যান। তবে সাংবাদিকরা সাখাওয়াত হোসেনকে তার বাসায় গিয়ে ঘিরে ধরলে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

এই বিভাগের সব খবর

শিরোনাম :