‘শেখ হাসিনার অধীনেই ২০১৯ সালের জাতীয় নির্বাচন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৬:১১ | প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৪:২৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই ২০১৯ সালের জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যে কোনো সময় নির্বাচন হবে। সেই নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে।’

শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময়।

নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে তোফায়েল আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার রাষ্ট্রপতির। সংবিধানের ভিত্তিতেই নির্বাচন কমিশন গঠিত হবে। তিনি সার্চ কমিটির মাধ্যমে যোগ্য নির্বাচন কমিশন গঠন করবেন, যা সবার জন্য ভালো হবে বলে আমরা বিশ্বাস করি।’

আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘যে নির্বাচন কমিশন গঠিত হবে তার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনও নারায়ণগঞ্জের মতো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’

গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ না নেয়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে অংশ নিতে আমাদের প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছিলেন। তিনি সেই আহ্বানে সাড়া দেননি। সেদিন ওনার পথ ধরে আমরাও যদি নির্বাচনে অংশ না নিতাম তাহলে আমাদের অবস্থাও থাইল্যান্ডের মতো হতো।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবার কৃতিত্বের কারণেই নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ভালো হয়েছে, যার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আগামী জাতীয় নির্বাচনও প্রধানমন্ত্রীর নেতৃত্বে হবে। তাতে দাবি না তুলে বিএনপি অংশ নেবে বলে আমাদের বিশ্বাস।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নারায়ণগঞ্জে দুই প্রতীকের মধ্যে ভোটযুদ্ধ হয়েছে। আমাদের প্রার্থী ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীকে পরাজিত করে মেয়র হয়েছেন। সততা, আদর্শ ও ন্যায়নিষ্ঠার ইস্যুতে আমাদের প্রার্থীর বিষয়ে কারও প্রশ্ন নাই। আমাদের প্রার্থীর মার্কা ও তার ইমেজ একসঙ্গে কাজ করায় ভোটের ব্যবধান বেড়েছে।’

তোফায়েল আহমেদ বলেন, ‘সুন্দর পরিবেশে নারায়ণগঞ্জের নির্বাচনের কথা বিএনপির নেতাকর্মী ও প্রার্থীরাও বলেছেন। কিন্তু নির্বাচনের পর বিএনপি প্রার্থী ও কর্মীরা এদিক ওদিক ইশারা করে যা বলেছেন তা ঠিক হয়নি।’

২০২১ সালে রপ্তানি আয় হবে ৫০ বিলিয়ন ডলার

অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, আগামী ২০২১ সালের বাংলাদেশের রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলার হবে বলে আশা করছি।

তিনি বলেন, ‘২০০৬ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় ছিল ১০ বিলিয়ন ডলার। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তা ১৪ বিলিয়ন পর্যন্ত উঠেছিল। কিন্তু শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের ফলে আট বছরে রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে ৩৪ বিলিয়ন মার্কিন ডলারে। আগামী ২০২১ সালে যা ৫০ বিলিয়ন হবে বলে আশা করছি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ আইনের দ্বারা সুরক্ষিত, যার জন্য আমাদের দেশে অনেকেই বিনিয়োগে আকৃষ্ট হচ্ছে।’

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের পেছনে অদৃশ্য শক্তি কাজ করছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, আশুলিয়ার শ্রমিক অসন্তোষ অনাকাঙ্খিত। কোনো নোটিশ ছাড়াই তারা এটা করেছে। এর পেছনে অদৃশ্য শক্তি থাকতে পারে। আমাদের উন্নয়ন দেখে তারা ক্ষতি করার চেষ্টা করছে। তারাই ২০১৩ সালে আন্দোলনের নামে ব্যবসায়ীদের ক্ষতি করেছে। ২০১৪ সালে রাস্তায় মানুষ পুড়িয়ে মেরেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মো. মোরসালিন নোমানী।

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/জিএম/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

এই বিভাগের সব খবর

শিরোনাম :