নারায়ণগঞ্জে বিএনপির হারের কারণ জানেন নাসিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৬:০৬ | প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি কেন হেরেছে সেটি জানেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের সঙ্গ না ছাড়ার কারণেই বিএনপির পরাজয় হয়েছে।’ আওয়ামী লীগ কেন জিতেছে, সে বিষয়ে নাসিমের ব্যাখ্যা- ‘কিছুদিন আগে শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি উত্থানকে সফলভাবে নিয়ন্ত্রণ করার কারণেই নারায়ণগঞ্জবাসী নৌকা এবং আওয়ামী লীগকে বেঝে নিয়েছে।

শুক্রবার রাজধানীতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের মহাসম্মেলনে নাসিম এ কথা বলেন।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের আলোচিত নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে প্রায় ৮০ হাজার ভোটে হারিয়েছেন আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির প্রার্থী বিপুল ভোটে জিতবেন-দলের নেতাদের এমন দাবি থাকলেও ভোটের ময়দানে কোনো সুবিধাই করতে পারেনি ক্ষমতার বাইরে থাকা দলটির নেতারা। এই নির্বাচন নিয়ে তারা কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগও তুলতে পারেননি। বরং ভোটের দিন নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। যদিও হেরে যাওয়ার পর এখন বিএনপির পক্ষ থেকে বিচারবিভাগীয় তদন্ত দাবি করা হচ্ছে।

তবে নাসিম মনে করেন নারায়ণগঞ্জে প্রশ্ন তোলার মতো কিছুই হয়নি। তিনি বলেন, ‘দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্টু নির্বাচন করা সম্ভব তা নারায়ণগঞ্জেই প্রমাণ হয়েছে।

২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, ‘আপনি নৈরাজ্য সৃষ্টিকারী, যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করে দেশের মানুষের সেবায় নিয়োজিত হন। উন্নয়নের কথা ভেবে দেশের মানুষের পাশে দাঁড়ান। তাহলে দেশের মানুষের ভালবাসা পাবেন।’

অনুষ্ঠানে স্বাস্থ্যখাতে সরকারের কর্মকা- নিয়েও বক্তব্য রাখেন নাসিম। বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর দেশের হেলথ সেক্টরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। মাত্র তিন মাসে ১০ হাজার নার্স নিয়োগ দিয়েছেন।’

স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন দাবি দাওয়া পূরণের আশ্বাাস দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের যে দাবি দাওয়া আছে তা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে পূরণ করা হবে। তবে আপনারা যা পাবেন তার মূল্যায়ন করার চেষ্টা করবেন। যদি আপনারা নিজেদের দায়িত্বে অবহেলা করেন তাহলে তা হবে দেশ ও দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা। তাই নিজেদের দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করবেন।’

ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/আইএইচ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :