মাদারীপুরে সংখ্যালঘু প্রার্থীর হামলা: প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৫:১৮

মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুজিত চ্যাটার্জি বাপ্পীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন হয়।

এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা সুজিত চ্যাটার্জি বাপ্পীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি দ্রুত এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনার আহবান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের মাদারীপুর জেলার শাখার সভাপতি অ্যাডভোকেট অরবিন্দু চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্যামল কৃষ্ণ দে, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মণ্ডল, সাবেক সভাপতি যোগেশ চন্দ্র ভৌমিকসহ অন্যরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের মিঠাপুর এলাকায় সুজিত চ্যাটার্জি বাপ্পীর গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর নির্বাচনী কাজে ব্যবহৃত মাইক্রোবাস ভাঙচুরের পাশাপাশি বেদম মারধর করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় সুজিত চ্যাটার্জি বাপ্পীকে সদর হাসপাতালে ভর্তি করে তার সহযোগীরা।

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :