রূপগঞ্জে পরোয়ানাভুক্ত দুই ‘ভূমিদস্যু’ গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাল-জালিয়াতির মামলায় পরোয়ানাভুক্ত পলাতক দুই ভূমিদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলো- আড়িয়াবো এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মাসুদ ভুইয়া ও রাব্বানি ভুইয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, জাল-জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মাসুদ ভুইয়া ও তার ভাই রাব্বানি ভুইয়া। তারা জমি-জমা জালজালিয়াতি করে নিরীহ মানুষকে ঠকিয়ে আসছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাদের খুঁজে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিত্বে বিকালে আড়িয়াবো এলাকা থেকে তাদের দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানিয়েছেন, মাসুদ ভুইয়া ও রাব্বানি ভুইয়া সংবাদপত্রের নাম ভাঙিয়ে এলাকায় জমি-জমা নিজেদের করে নিতে জাল-জালিয়াতি করে আসছে। এসব ভূমিদস্যুদের ভয়ে এলাকার কেউ প্রতিবাদ করার সাহসটুকুও পায় না। ভূমিদস্যু মাসুদ ভুইয়া ও রাব্বানি গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :