নারায়ণগঞ্জে ‘ফেয়ার’ ভোটের ফল ‘আনফেয়ার’: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ২০:১৮ | প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০১৬, ২০:১৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, দুই প্রার্থীর মধ্যে ভোটের যে ব্যবধান তা অবিশ্বাস্য, অগ্রহণযোগ্য।

নয়া পল্টনে নিজের চেম্বারে নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন গয়েশ্বর। তিনি ওই নির্বাচনে বিএনপির সমন্বয়ক হিসেবে কাজ করেছিলেন। তার আশঙ্কা নির্বাচনের ফলের পেছনে ‘মিডিয়া ক্যু’ হয়েছে।

বৃহস্পতিবার ভোটের দিন বিএনপি নজিরবিহীনভাবে একে সুষ্ঠু বলেছিল। ভোট শেষে এক প্রতিক্রিয়ায় দলের পক্ষ থেকে বলা হয় দৃশ্যত সুষ্ঠু হওয়ার কথা। এই বিষয়টি আবার তুলে ধরে গয়েশ্বর বলেন, ‘দৃশ্যত, গতকালের নির্বাচনটা ফেয়ার, ফলাফলটা আনফেয়ার। এই ফলাফল অপ্রত্যাশিত এবং বিশ্বাসযোগ্য নয়।’ তিনি বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। আমরা কথাটা হলো, ভোটের ফলাফলের যে ব্যবধানটা, এটা অত্যন্ত অবিশ্বাস্য।’

এই নির্বাচনে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে জেতার প্রত্যাশা করলেও উল্টো তারা হেরেছে বিপুল ভোটে। নৌকার তুলনায় ধানের শীষের পক্ষে ভোট কম পড়েছে প্রায় ৮০ হাজার। এ ক্ষেত্রে চুরি হয়েছে ইঙ্গিত করলেও কোথায় তা হয়েছে তা বলতে পারেননি গয়েশ্বর। বলেন, ‘

একটা প্রবাদ আছে, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না ধরা পড়ে।’

গয়েশ্বর বলেন, ‘আমাকে এই আলামতই খুঁজতে হবে- এই ফলাফলটা কীভাবে তৈরি হলো ও ফলাফলটা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা (গণমাধ্যম) প্রচার করলো, প্রকাশ করলো। এখন আমার একটা দায়িত্ব যেহেতু আমার জবাবদিহিতার ব্যাপার আছে- এটা বের করার।’

নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল মানছে কিনা জানতে চাইলে গয়েশ্বর বলেন, ‘আমরা মানি বা না মানি আইভী মেয়র। কিন্তু আমাদের যে প্রশ্নগুলো তো থেকেই যাবে।’

‘মিডিয়া ক্যু’ কীভাবে হলো-জানতে চাইলে গয়েশ্বর বলেন, ‘দেখুন আমাদের দলের কাউন্সিলর প্রার্থী পাস করছেন বেশি। সেক্ষেত্রে দেখা যায়, আমাদের কাউন্সিলর বেশি, মেয়রের ফলাফলটা গেল কোথায়?’।

গয়েশ্বর বলেন, ‘এই কাউন্সিলরদের নানা মার্কায় ভোট পড়েছে, তাদের ভোট তো বিএনপির ভোট। তাহলে তাদের তো ধানের শীষের মার্কায় ভোট দিতে কখনোই কৃপণতা হওয়ার কারণ নাই।’

গণমাধ্যমের ভোটের ফলের খবর প্রচারের ধরণ নিয়ে সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, ‘ভোটগ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়েছে মাত্র। তখন বিভিন্ন মিডিয়া রেজাল্টগুলো দিতেছে অসমর্থিতভাবে। ...এই অসমর্থিত ফলাফলগুলো শেষ পর্যন্ত দেখা গেলো সমর্থিত। এখানে কম-বেশি হয় নাই। যে অসমর্থিত ফলাফল দিয়েছে, তা থেকে ১০ হাজার কম হয়েছে অথবা বেশি হয়েছে, তা কিন্তু হয়নি।’

গয়েশ্বর বলেন, ‘যারা ভোট গণনার ভেতরে ছিলেন, তারা কোনো না কোনোভাবে আপনাকে অবহিত করেছেন। আপনারা (গণমাধ্যম) কোনো না কোনো অসমর্থিত সূত্র থেকে ফলাফলগুলো পেয়েছেন। আপনারা জানেন না, ওই কেন্দ্রে ভোট গণনা শেষ হয়েছে।’

ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

যুবদলের নতুন কমিটির দাবিতে সাবেক নেতাদের  মিছিল 

খুলনায় গির্জায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিএনপি নেতা বকুলের সহায়তা

শ্রমিকদের হত্যাকাণ্ডের বিচারে সময়ক্ষেপণ দেশবাসী মেনে নেবে না: খেলাফত মজলিস

আওয়ামী লীগের যৌথসভা মঙ্গলবার

এই বিভাগের সব খবর

শিরোনাম :