নারায়ণগঞ্জে কী হয়েছে জানি না: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৩:৪৪ | প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৩:০৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নারায়ণঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে। এই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলছি না, বাহ্যিকভাবে ভোট গ্রহণ পর্যন্ত সুষ্ঠু ছিল, তারপর কী হয়েছে সেটা আমরা জানি না।’

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল এসব কথা বলেন।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী প্রায় ৭৮ হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন। নির্বাচনের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে হচ্ছে বিএনপি থেকে এমন কথা বলা হলেও হেরে যাওয়ার পর সুর পাল্টায় বিএনপি। দলের পক্ষ ইতোমধ্যে এই নির্বাচন নিয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘নারায়ণগঞ্জ নির্বাচনে বিএনপির দীর্ঘকালের যে সংগ্রাম বিশেষ করে অবাধ সুষ্ঠু নির্বাচনের সেই সংগ্রামের আংশিক বিজয় হয়েছে। তবে এই নির্বাচনের ভেতরে কী হয়েছে, সেই সসম্পর্কে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে বক্তব্য দেয়া হয়েছে। আমরা এই বিষয়টা আরও পরীক্ষা করছি, দলের পক্ষ থেকে তদন্ত করে বিস্তরভাবে আপনাদের (গণমাধ্যম) জানাতে পারবো।’

নিজ দলের প্রার্থীর পরাজয়ের কারণ জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এটা প্রার্থীর পরাজয় নয়, বরং নারায়ণগঞ্জ নির্বাচনে কী ঘটেছে তদন্ত সাপেক্ষে তা সবার সামনে তুলে ধরা হবে।’

নারায়ণগঞ্জবাসী ভোটের মাধ্যমে বিএনপিকে জবাব দিয়েছে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে ফখরুল বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি নির্বাচন স্থানীয় সরকারের নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন দিয়ে কখনও জাতীয় নির্বাচন ও এর ফলাফল ধারণা করা সঠিক নয়। কারণ জাতীয় ইস্যু স্থানীয় নির্বাচনে আসে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে দেশে গণতন্ত্র নেই। মানুষের গণতান্ত্রিক ভোটের অধিকার নেই। কোনো নির্বাচনেই মানুষ সঠিকভাবে ভোট দিতে পারে না। সম্প্রতি অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ নির্বাচনের বিষয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হবে। তবে একটা কথা বলতে চাই, এই যে সংগ্রাম চলছে, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনবার, সেই সংগ্রাম কিছুটা হলেও সাফল্যে পেয়েছি। নির্বাচন কমিশন বাধ্য হয়েছে অন্তত বাহ্যিকভাবে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু দেখাতে।’

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :