‘বইকে পাঠকের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব সবার’

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৬, ১০:১৪

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, ‘বই আমাদের প্রণের বিষয়। বই আমাদের চেতনা। বই সাংস্কৃতিক ও ঐতিহ্য। সবকিছু মিলিয়ে বইকে পাঠকদের কাছে নিয়ে যাওয়া আমাদের সবারই দায়িত্ব এবং কর্তব্য।’

শনিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার পাশের নিউটাউনে বইমেলা ও কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, রফিকুল্লা খান ও কবি জয় গোস্বামী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতা দূরদর্শন কেন্দ্রের সাবেক পরিচালক পঙ্কজ সাহা, কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের প্রধান প্রেস সচিব মোফাকখারুল ইকবাল প্রমুখ।

এই বইমেলা ও কবিতা উৎসব চলবে ১ জানুয়ারি পর্যন্ত।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :