প্রথম ম্যাচে বাংলাদেশ-নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১২:১৯ | প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৬, ১০:৫১

বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামীকাল। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে সোমবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।

দীর্ঘদিন ইনজুরিতে থাকা পেসার মোস্তাফিজুর রহমান এই সিরিজে স্কোয়াডে রয়েছেন। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনি দুইটি উইকেট নিয়েছেন। এখন টিম ম্যানেজমেন্ট যদি মনে করেন তিনি ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট তাহলে তিনি একাদশে থাকবেন।

আর সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই ঝড় তোলা অফস্পিনার মেহেদী হাসান মিরাজ ও জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা লেগস্পিনার তানভীর হায়দারের মধ্যে হয়তো যেকোনও একজন একাদশে থাকবেন।

ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে ইমরুল কায়েসকে। সেক্ষেত্রে একাদশের বাইরে থাকবেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডে পেস বান্ধব উইকেটে বাংলাদেশের তিন পেসার নিয়ে খেলার সম্ভাবনা বেশি। তাহলে আসুন, ক্রিকইনফো সূত্র অনুযায়ী প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের সম্ভাব্য একাদশ দেখে নেয়া যাক।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর হায়দার/মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): মার্টিন গাপটিল, টম লাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), নেইল ব্রুম, কলিন মুনরো, লুকে রঞ্চি (উইকেটরক্ষ), কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

(ঢাকাটাইমস/২৫ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

চ্যাম্পিয়নস লিগ: রিয়ালের কাছে হারে কোনো অনুশোচনা নেই গার্দিওলার

‘সবাই ভেবেছিল আমরা শেষ, কিন্তু রিয়াল মাদ্রিদ কখনো মরে না’

যুক্তরাষ্ট্রের ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল

আইপিএলে মুস্তাফিজের পরবর্তী ম্যাচ কবে, কখন

নিউজিল্যান্ড-পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :