ব্ল্যাকবেরির নতুন ফোনের তথ্য ফাঁস

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৬, ১০:৫৯

কানাডিয়ান প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি আগামী বছর নতুন অ্যানড্রয়েড স্মার্টফোন আনতে যাচ্ছে। এটির মডেল ‘ডিটিইকে ৭০’।

নতুন ফোনটি নিয়ে বিভিন্ন অনলাইনে গুজব ছড়িয়েছে।ফোনটির ছবি ও তথ্য ফাঁস হয়েছে। যদিও এ নিয়ে ব্ল্যাকবেরি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে চীনের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমো চায়না এই ফোনটির তথ্য প্রথম ফাঁস করেছে।

ফাঁস হওয়া তথ্য মতে, স্মার্টফোনটি ব্যবহারকারীদের চমৎকার ক্যামেরা থাকবে। এতে কোয়ারটি কি বোর্ড ব্যবহৃত হয়েছে। ফোনটি আগামী বছরের প্রথম প্রান্তিকে বাজারে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

ফোনটিতে থাকবে ৪.৫ ইঞ্চি ডুয়েল কার্ভড ডিসপ্লে। এতে ৩ জিবি র‌্যাম থাকবে। এর বিল্টইন মেমোরি ৩২ জিবির।ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটির সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্টফেসিং ক্যামেরা। রিয়ার ক্যামেরা ১৮ মেগাপিক্সেলের।নিরাপত্তার জন্য থাকবে ফ্রিঙ্গারপ্রিন্ট সেন্সর।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/এসজেআর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :