চাঁদপুরে ট্রাকচাপায় নারীর মৃত্যু, আটক ৩

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৭:৫২
অ- অ+

চাঁদপুর শহরে অটোবাইক থেকে ছিটকে আলুবোঝাই ট্রাকের নিচে পড়ে হালেমা বেগম (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরের দিকে আব্দুল করিম পাটওয়ারী সড়কের কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সাত মেয়ে ও এক ছেলের মা হালেমা বেগম সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের প্রসন্ডপুর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।

চাঁদপুর মডেল থানার পুলিশ জানায়, দুপুরে ওই নারী নিজ বাড়ি থেকে সদর উপজেলার তরপুরন্ডী গ্রামে ছেলের শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে দ্রুতগামী অটোবাইকের ঝাঁকুনিতে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা আলুবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটস্থালেই মৃত্যু হয় তার।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকচালক মো. সুলতান, হেল্পার মামুন ও অটোবাইকের চালক দাদন মাতব্বরকে আটক করে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্যাহ ওলি জানান, ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার এবং ট্রাক ও অটোবাইক জব্দ করে থানায় নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা করছে: ডা. ইরান
ফরিদপুর চিনিকলে আখ মাড়াই উদ্বোধন, ৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা
বিচার ব্যবস্থা ঠিক না থাকলে দেশের কিছুই ঠিক থাকে না: আমীর খসরু 
আ.লীগের মিসবাহ উদ্দিন সিরাজকে তুলে নিয়ে কোপালো দুর্বৃত্তরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা