ঘন কুয়াশায় দৌলতদিয়ায় ফেরি চলাচলে বিপর্যয়

প্রকাশ | ২৬ ডিসেম্বর ২০১৬, ১১:২৪ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৬, ১১:৪৫

জহির রায়হান, ঢাকাটাইমস

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ফেরি পারাপারের অপেক্ষায় উভয় পাড়ের ঘাট এলাকায় আটকে পড়েছে বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের শত শত যানবাহন। রবিবার মধ্যরাত থেকেই পদ্মায় কুয়াশা পড়তে থাকে। সোমবার ভোরে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে এই নৌপথ। তবে কুয়াশা কেটে যাওয়ায় বেলা সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে দৌলতদিয়া ফেরি ঘাটের বিআইডব্লিইটিসি কর্তৃপক্ষ।

সাকুরা পরিবহনের যাত্রী রফিকুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, আজ ঢাকায় অফিস করার কথা ছিল। এজন্য রাতেই রওনা দেই।  রাত ১২টার সময় দৌলতদিয়া ঘাটে পৌঁছলেও এখনো ঘাটে পড়ে আছি। কখন ঢাকা যাবো সেই চিন্তায় আছি।

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া ফেরিঘাটে এলাকায় ছয় কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে বলে  জানান তিনি।

ট্রাকচালক শেখ জাহাঙ্গীর হোসেন যাবেন চট্টগ্রাম। গতকাল রাত থেকে তিনি ঘাটে অপেক্ষা করছেন। তিনি ঢাকাটাইমসকে বলেন, এখনো ফেরিতে উঠতে পারি নাই। পুরা একটা দিন মাটি হয়ে গেলো।

শফিুল ইসলাম নামের আরেক যাত্রী জানান, সকাল সাতটার মধ্যে ঢাকা পৌঁছার কথা। কিন্তু এখনো ঘাটেই পড়ে আছি।

তবে কুয়াশা কেটে যাওয়া  ফেরি চলাচল শুরু হয়েছে। এখন অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া যানবাহনগুলো পারাপার করা হচ্ছে বলে জানিয়েছেন দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ম্যানেজার খোরশেদ আলম।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/জেআর/জেডএ)