নকলে সহযোগিতা, সাত শিক্ষককে অব্যাহতি

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৫

শিক্ষার্থীদের নকলে সহযোগিতা করার অভিযোগে বাগেরহাট হোমিওপ্যাথি কলেজের সাত শিক্ষককে কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যহাতি দেয়া হয়েছে।

সোমবার সকালে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন আকষ্মিক কেন্দ্র পরিদর্শনে গিয়ে এই আদেশ দেন।

তারা চার পরীক্ষার্থীকে নকলে সহযোগিতা করছিলেন বলে জানায় ভ্রাম্যমাণ আদালত। ওই শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে।

অব্যহতি দেয়া বাগেরহাট হোমিওপ্যাথি কলেজের শিক্ষকরা হলেন দিলীপ কুমার রায়, শেখ আব্দুল লতিফ, নাজমুল হক, ওলিয়ার রহমান, কৃষ্ণপদ পাল, শহীদুল ইসলাম ও ফারজানা শারমিন।

তবে বহিষ্কার করা শিক্ষার্থীদের নাম পরিচয় জানাতে পারেনি প্রশাসন।

বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন এই ঢাকাটাইমসকে বলেন, চলতি শিক্ষাবর্ষের প্রথম থেকে চতুর্থবর্ষের বার্ষিক পরীক্ষা চলাকালে প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্র পরিদর্শনে যাই। সেখানে গিয়ে দেখি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শদের উপস্থিতিতে চার শিক্ষার্থী বই দেখে পরীক্ষার খাতায় লিখছে। অসদুপায় অবলম্বন করার অপরাধে চার শিক্ষার্থীকে বহিষ্কার এবং তাদের নকলে সহযোগিতা করার অভিযোগে সাত শিক্ষককে কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :