পিরোজপুরে গাড়ি ও অস্ত্রসহ ৬ ডাকাত আটক

সৈয়দ মাহ্ফুজ রহমান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৫

পিরোজপুরের নেছরাবাদ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে নেছারাবাদ (স্বরূপকাঠী) থানা পুলিশ। সোমাবার তাদের পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলো- বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগদা গ্রামের আব্দুল জব্বার (৪৪), বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের আলামিন (৩২), কাউনিয়া পলাশপুর এলাকার মেহেদী হাসান (২২), বরিশালের বিমানবন্দর থানার লাফাদি গ্রামের খাইরুল ইসলাম (২২), বরিশালের রবীন্দ্রপুর গ্রামের মো. জনি (২২) ও ঝালকাঠির কামরুল ইসলাম (২৮)।

নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সোমবার দুুপুরে ঢাকা টাইমস্কে জানান, রবিবার রাত পৌনে দুইটার সময় এলাকা থেকে খবর আসে লক্ষণকাঠি রবি টাওয়ারের কাছে একটি প্রাইভেট কার ও একটি পিকাপ নিয়ে ১০/১২ জন লোক অবস্থান করছে। পাহারাদাররা তাদের পরিচয় জানতে গেলে ডাকাতদল ধমক দেয়।

খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে থানা পুলিশ।

এসময় তাদের বহনকৃত ও সঙ্গে আনা ১টি প্রাইভেটকার ও ১টি পিকাপ জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি ধারালো ছুরি ও গ্রিল কাটার মেশিন।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :