কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৬, ১০:২৬

ঘন কুয়াশার কারণে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে বন্ধ রয়েছে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল। দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। কুয়াশার কারণে কাওড়াকান্দি ঘাট থেকে যাত্রী ও যানবাহন বোঝাই দুইটি ফেরি ছাড়েনি। এছাড়া কাওড়াকান্দি ও শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া চারটি ফেরিকে মাঝ নদীতে নোঙ্গর করে রাখা হয়েছে।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ফলে ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে বাইপাস সড়ক পর্যন্ত শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, কুয়াশার তীব্রতায় কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-পথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় ফেরির চালকরা ফেরি চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়। এছাড়াও ফেরির সাথে সাথে স্পিডবোট, ট্রলার ও লঞ্চ পারাপার বন্ধ রয়েছে।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :