গজারিয়ায় সড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ৩০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় বাস-কাভার্ডভ্যান ও ইঞ্জিনচালিত ট্রলির (মাহেন্দ্র) ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে নারী, শিশুসহ ৩০ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, ঢাকা থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লাগে। পরে থেমে থাকা একটি মাহেন্দ্রের ওপরে গিয়ে পড়ে। এ সময় বাসের ৩০ যাত্রী আহত হয়।
গুরুতর আহত কাভার্ডভ্যানচালক মো. জসিমউদ্দিন, সহকারী মিনহাজ, বাসের যাত্রী বিলকিস বানু, মর্জিনা বেগম, আরাফাত, শরীফ মিয়া, দেলোয়ার হোসেনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গজারিয়া থানার এসআই মো. আসাদুজ্জামান জানান, আমাদের প্রাথমিক ধারণা, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। দূর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশ জব্দ করেছে। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন