কুড়িগ্রামে সৈয়দ হকের ৮২তম জন্মদিন পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৪

‘আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে, হাজার বছর চলি।’ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের এ কালজয়ী কবিতার চরণ নিয়ে পালিত হলো কবির ৮২তম জন্মদিন। কুড়িগ্রামবাসী আর একবার বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলো তাদের প্রাণের কবিকে।

মঙ্গলবার সকালে ফুলে ফুলে ছেঁয়ে যায় কুড়িগ্রাম সরকারি কলেজ গেট সংলগ্ন পশ্চিম দেয়াল ঘেঁষে ধান ক্ষেতের এক পাশে চিরনিদ্রায় শায়িত কবির কবর স্থান। কুড়িগ্রামের সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রিয় কবিকে।

সকাল ১০টায় প্রথম ফুলের বেদি অর্পণ করেন জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল ও সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. জাফর আলী, জেলা বারের পক্ষে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এস এম এম আব্রাহাম লিংকন ও অ্যাডভোকেট আমজাদ হোসেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাবিহা খাতুন, প্রেসক্লাবের পক্ষে সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক। পরে একে একে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পুলিশ ও জেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠন পুস্পমাল্য অর্পণ করেন।

পরে একটি র‌্যালি কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্প্যাসের শহীদ মিনার চত্বরে মিলিত হয়। এখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর সাবিহা খাতুন।

বক্তব্য রাখেন- কবির ছোট ভাই অ্যাডভোকেট সৈয়দ আজিজুল হক, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এস এম এম আব্রাহাম লিংকন, সহযোগী অধ্যাপক আবু জোবায়ের আল মুকুল, কাজী শফিকুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, অধ্যক্ষ মাওলানা নুর বখত প্রমুখ।

আলোচনা শেষে কবির কবিতা ও সংগীত সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :