বরগুনায় ৫০ দিনব্যাপী আইটি প্রশিক্ষণের উদ্বোধন

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৬:৫৮

সরকারের আইসিটি (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজি) মন্ত্রণালয়ের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় বরগুনায় ৫০ দিনব্যাপী আইটি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। জেলার একশত ৬০ জন শিক্ষার্থীকে এ প্রশিক্ষণ দেয়া হবে।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক ডা. মহা. বশিরুল আলম।

বরগুনার অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক, শিক্ষা-আইসিটি) মো. নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল্লাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্বাস হোসেন মন্টু, জেলা প্রশাসনের আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ এবং সাংবাদিক সোহেল হাফিজ প্রমুখ।

এসময় প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, বরগুনার অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক, শিক্ষা-আইসিটি) মো. নুরুজ্জামান এবং বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন।

প্রশিক্ষণের নিয়ম-কানুন বিষয়ে আলোচনা করেন সমন্বয়কারী মো. নাজমুল হাসান। এ অনুষ্ঠানে লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের প্রশিক্ষক মো. আশরাফুর রহমানসহ শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন।

তাদের প্রতিদিন চার ঘণ্টা করে মোট দুই’শ ঘণ্টা প্রশিক্ষণ দেয়া হবে শিক্ষার্থীদের। প্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং এর ওপর প্রশিক্ষণ নেবেন শিক্ষার্থীরা। প্রশিক্ষণ শেষে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ পাইয়ে দিতে সহযোগিতা করা হবে। এছাড়াও বিভিন্ন আইটি ফার্মে তিন মাসের ইন্টার্নি করার সুযোগও করে দেয়া হবে বলে জানায় আয়োজক সূত্র।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :