না.গঞ্জ জেলা নির্বাচনে তিন ওয়ার্ডে ভোট স্থগিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৬, ২০:৩০

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর সাধারণ ওয়ার্ড এবং সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। মঙ্গলবার বিকেলে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রাব্বি মিয়া স্থগিতের এ সিদ্ধান্ত দেন। এর ফলে বুধবার ১০টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডে ভোট নেয়া হবে।

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে, ৫টি সাধারণ সদস্য ও সংরক্ষিত তিনটি সদস্য পদের প্রার্থীরা ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জেলা পরিষদের ১০টি ওয়ার্ডের মধ্যে ১ নম্বর ওয়ার্ডটি সিটি করপোরেশনের ১ থেকে ৯ নং ওয়ার্ড নিয়ে, ২ নম্বর ওয়ার্ডটি সিটি করপোরেশনের ১০ থেকে ১৮ নম্বর ওয়ার্ড এবং ৩ নম্বর ওয়ার্ডটি সিটি করপোরেশনের ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। ২২ ডিসেম্বর সিটি করপোরেশন নির্বাচনে অনেক নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ফলে জেলা পরিষদ নির্বাচনে এখন কারা ভোটার হবেন তা নিয়ে জটিলতা দেখা দেয়ায় ওই তিন ওয়ার্ডে ভোট স্থগিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রাব্বি মিয়া জানান, জেলা পরিষদ নির্বাচনে বুধবার সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ৮টি কেন্দ্রে গ্রহণ অনুষ্ঠিত হবে। ১০টি ওয়ার্ডের মধ্যে ১, ২ ও ৩ নং সাধারণ ওয়ার্ড এবং সংরক্ষিত ১টি নারী ওয়ার্ডে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। বাকি ৭টি সাধারণ ওয়ার্ডে ২০ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৩৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন স্থগিতের কারণ উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা বলেন, গত ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের (জেলা পরিষদ নির্বাচনে নির্বাচকম-লীর ভোটার) মেয়াদ শেষ হয়েছে। এ ছাড়া গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচিত মেয়র ও কাউন্সিলর গেজেট প্রকাশিত হয়নি। এই কারণে সিটি কর্পোরেশনের নির্বাচকম-লীর বৈধতা না হওয়ায় জেলা পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩ এবং সংরক্ষিত ১নং ওয়ার্ডে (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা) নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেনীতে অনাবাদি জমিতে শতকোটি টাকার তরমুজ চাষ

মাগুরায় চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

এই বিভাগের সব খবর

শিরোনাম :