পুলিশে ২৮ কর্মকর্তার বদলি ও পদায়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৬, ২১:০৬

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

বদলি হওয়া ২৮ কর্মকর্তার মধ্যে নয়জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ১৯ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার।

তাদের মধ্যে সাত কর্মকর্তার ইতিপূর্বে বদলির আদেশ হয়েছিল। সেটি এই প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করে তাদের নতুন করে বদলির আদেশ হয়েছে।

যেসব কর্মকতার বদলি ও পদায়ন হয়েছে তাদের মধ্যে রয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে মিশন থেকে প্রত্যাগত) এ বি এম মাসুদ হোসেনকে পুলিশ সদর দপ্তরের টিআর পদে, টাঙ্গাইল পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হককে রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে ঢাকার পিবিআইতে বদলির আদেশপ্রাপ্ত) মো. আবদুল্লাহ আল ফারুককে গাইবান্ধায়, ঢাকা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে ঢাকার পিবিআইতে বদলি করা হয়েছে।

খুলনা মহানগরীর জেষ্ঠ সহকারী কমিশনার (খুলনার বি সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলির আদেশপ্রাপ্ত) মো. নাসির উদ্দিনকে কেএমপির অতিরিক্ত উপকমিশনার পদে, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নয়মুল হাসানকে ঢাকা প্রথম এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার, রেলওয়ের রেঞ্জের ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মকবুল হোসেনকে বগুড়ায়, পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদকে পিরোজপুরের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে এবং ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. ইয়াকুব হোসেনকে গোপালগঞ্জ সদরে, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. সোহান সরকারকে নেত্রকোনার জেলার কেন্দুয়া সার্কেলে, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমানকে সুনামগঞ্জের জগন্নাথপুর সার্কেলে, খাগড়াছড়ির রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে কক্সবাজারে ডিএসবির সহকারী পুলিশ সুপার, নড়াইল সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে ডিএমপিতে, বরিশাল মহানগর পুলিশের (বিএমপির) সহকারী কমিশনার মো. সফিকুর রহমানকে ঢাকা টিএন্ডআইএমের সহকারী পুলিশ সুপার, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসানকে কুমিল্লার লাকসাম সার্কেলে, মানিকগঞ্জ সদর সার্কেলের মোহাম্মদ রেজা সারোয়ারকে সিরাজঞ্জের বেলকুচি সার্কেলে, ভোলা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার উত্তম কুমার সাহাকে সহকারী পুলিশ সুপার পদে সদর দপ্তরের টিআর পদে, কুমিল্লার হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম আম্বিয়া মাহমুদকে কুমিল্লার সদর দক্ষিণ সার্কেলে, ঢাকা শিল্পাঞ্চল পুলিশের সহকারী সুপার হোসাইন মুহাম্মদ রায়হানকে গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলে, খাগড়াছড়ির মহালছড়ি ষষ্ঠ এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাহসিন মাসরুফ হোসেন মাসফিকে খাগড়াছড়ি সদর সার্কেলে, সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবির সোহাগকে রাজশাহী আরআরএফের সহকারী পুলিশ সুপার, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. যুবরাজ হোসেনকে সদর দপ্তরের সহকারী পুলিশ (টিআর), ঢাকা সিআইডি পুলিশের সহকারী পুলিশ সুপার মো. হামিদুর রহমান সিদ্দিকীকে মানিকগঞ্জ ডিএসবিতে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মো. সাইফুর রহমান আজাদকে কুমিল্লার হোমনা সার্কেলে, ফরিদপুর মডেল থানার সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দিনকে নগরকান্দা সার্কেলে, খুলনা মহানগর পুলিশের (কেএমপির) জ্যেষ্ঠ সহকারী কমিশনার শেখ জয়নুদ্দীনকে খাগড়াছড়ি মহালছড়ি ষষ্ঠ এপিবিএনে এবং নরসিংদী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বশির উদ্দিনকে ডিএমপির সহকারী কমিশনার পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

তাদের মধ্যে আগের বদলি বাতিল হয়েছে যেসব কর্মকর্তার, তারা হলেন মো. আবদুল্লাহ আল ফারুক, মো. নাসির উদ্দিন, নয়মুল হাসান, মো. মকবুল হোসেন, মো. নাজমুল হাসান, মো. সাইফুর রহমান আজাদ ও মোহাম্মদ বশির উদ্দিন।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এএ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :