র‌্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক এক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৬, ০৯:২৪

মাদারীপুর জেলার শিবচরে র‌্যাব পরিচয়ে এক স্বর্ণ দোকানির বাড়িতে ডাকাতির চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে শিবচর থানা পুলিশ। এসময় সঙ্গে থাকা আরও পাঁচ জন পালিয়ে যায়। ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাসটি পুলিশ জব্দ করেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিবচরের পাঁচ্চর ইউনিয়নের ঠাকুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাত দশটার দিকে র‌্যাব পরিচয়ে ঠাকুরবাজার এলাকার ব্যবসায়ী সুকুমার স্বর্ণকারের বাড়িতে র‌্যাব পরিচয়ে প্রবেশ করে একদল ডাকাত। পরিচয় পেয়ে সুকুমার ঘরের দরজা খুলে দিলে তারা ঘর তল্লাশি শুরু করে। এ সময় আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে আসলে তাদেরকে বাড়ির ভেতর ঢুকতে দেয়া হয়নি।পরে স্থানীয় চেয়ারম্যানকে ফোনে ডেকে আনা হলে ডাকাতরা দ্রুত মাইক্রোবাসে করে পালিয়ে যায়।

শিবচর থানা পুলিশ জানায়, এলাকাবাসী তাদের পিছু নিয়ে হাজী শরিয়তউল্লাহ সেতুর টোলপ্লাজায় গাড়িটি আটকে দেয়। এসময় গাড়ি রেখে পাঁচ ডাকাত পালিয়ে যায়। তবে গাড়িচালক সবুজ আলী মিয়াকে আটক করে পুলিশ।

আটক সবুজ আলী রাজশাহী জেলার চারঘাট উপজেলার ফতেপুর গ্রামের উজ্জল আলীর ছেলে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :