জেলা পরিষদ নির্বাচন: পাকুন্দিয়ায় সদস্য পদে হাদিউলের জয়

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৬:১০

কিশোরগঞ্জের জেলা পরিষদ নির্বাচনে পাকুন্দিয়া কেন্দ্রে বুধবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তন সভাকক্ষের দ্বিতীয় তলায় সকাল নয়টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

এতে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সদস্য পদে হাদিউল ইসলাম হাদি (নলকূপ) ৪২ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ভিপি মো.ফরিদ উদ্দিন (হাতি) ৩২ ভোট পেয়ে দ্বিতীয় হন।

অপর প্রার্থীদের মধ্যে জহিরুল ইসলাম খোকন ঘুড়ি প্রতীক নিয়ে ১৭ ভোট, কামরুজ্জামান আসাদ অটোরিক্সা প্রতীক ১৫, আতাউর রহমান সোহেল তালা প্রতীক ১০ এবং জসীম উদ্দিন বৈদ্যুতিক ফ্যান প্রতীক নিয়ে ০১ ভোট পান।

এছাড়াও সংরক্ষিত আসনে ফৌজিয়া জলিল ন্যান্সি (দোয়াত কলম) ৬৫ ভোট, রৌশনারা (হরিণ) ১৮ ভোট ও সুমাইয়া আক্তার রুনা (ফুটবল) ৩৬ ভোট পান।

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় দুটো পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে নির্বাচন কমিশন। নির্বাচনকে শান্তিপূর্ণ করতে বিপুলসংখ্যক বিজিবি, পুলিশ ও গ্রাম পুলিশ সদস্য মোতায়েন ছিল।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :