নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস, স্পিনিং মিল শ্রমিক হাসপাতালে

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৮:০১
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি স্পিনিং মিলে এক শ্রমিকের পেটে কমপ্রেশস মেশিন গিয়ে বাতাস ঢোকানোর অভিযোগ উঠেছে তার এক সহকর্মীর বিরুদ্ধে। তাকে মারাত্মক আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে আড়াইহাজারের গাপালদীর বিনয়চর এলাকায় সাবেদ আলী স্পিনিং মিলে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শ্রমিক হলেন ২০ বছর বয়সী নাম আল আমিন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আচক করেছে পুলিশ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, ওই স্পিনিং মিলে কাজ করে শ্রমিক আল আমিন ও রিমন। দুপুরের খাবারের বিরতির সময় শরীরের বিভিন্ন অংশে লেগে থাকা স্পিনিং মিলের ধুলা পরিস্কার করতে মিলের কমপ্রেসার মেশিনের সামনে যান দুইজন।

এ সময় রিমন শরীরের ধুলা পরিস্কার করার এক পর্যায়ে আল-আমিনের পায়ু পথে কম্প্রেসার মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দেন রিমন। এতে আল আমিন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মিল কর্তৃপক্ষ ঘটনায় জড়িত সন্দেহে রিমনকে আটক করে পুলিশে দেয়।

মিলের কর্মকর্তা এনামুল হক বলেন, বিষয়টি নজরে এলে দ্রুত আল আমিনকে উদ্ধার করে প্রথমে ভুলতা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এনামুল হক জানান, দুষ্টামির ছলে ঘটনাটি ঘটানোর কথা জানিয়েছেন রিমন। কিন্তু এতে আল আমিনের পেট ফুলে গেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, ‘এ ঘটনায় আর কারো সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।’

২০১৫ সালের ৩ আগস্ট খুলনায় একটি মোটর গ্যারেজে ১২ বছর বয়সী শিশু রাকিবের পেটে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠে। এই ঘটনায় দুই জনের ফাঁসির আদেশ হয়েছে।

এরপর দেশের বিভিন্ন এলাকাতে একই ভাবে হত্যার চেষ্টা করা হয়েছে একাধিক মানুষকে। তবে ¯্রফে মজা করার জন্য এই ঘটনা এর আগে শোনা যায়নি। ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :